আলামতে কেয়ামত
নির্মাতাদেশঃ তুরস্ক
ভাষাঃ মূল তুর্কি
বাংলা সাবটাইটেলঃ সাইফ মাহমুদ ও সালমান খান অন্তর
ক্যাটাগড়িঃ হররর, বাস্তবিক
এ মুভিটিতে তুলে ধরা হয়েছে কিয়ামতের আগে দাজ্জাল কিভাবে তার অনুসারীদের দ্বারা তার আসার পথ ক্লিয়ার করে, এ মুভিতে তুলে ধরেছে দাজ্জালের গোপন সংগঠন ইলুমিনাতি, নাইট টেম্পলার সম্পর্কে ৷ ইলুমিনাতি সংগঠন হলো গোপন সংগঠন, এ সংগঠনে সমাজের সব বড় বড় মানুষেরা ৷ কেউ বিজ্ঞানী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ রাজনিতীবিদ, কেউ মিডিয়া কর্মী, কেউ সামরিক বাহিনীর, মানে সমাজের উচ্চ শ্রেণীর লোকদের ইলুমিনাতি সংগঠনে যোগ করে, ইলুমিনিতারি পুরো পৃথিবী শাষন করে গোপনে, দাজ্জাল আসার আগ পর্যন্ত তারা গোপনে থাকবে, দাজ্জাল এসে গেলে প্রকাশ্য হবে ৷
মুভিটিতে দাজ্জালের জন্ম দেখানো হয় ৷আরো দেখানো হয় ইলুমিনাতিরা জ্বীনদের দ্বারা, তাদের বিপক্ষের মানুষদের কেমনে ভয় দেখায় ৷


