If you are facing any issue, then join our Telegram NetWork's or Nafich Shikdar Blog Site and let us know.Portfolio Join NetWork's!

Miracle in cell no. 7 _ Bangla _ Turkey Movie

Hub's Family
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

Miracle in cell no. 7




click the button to watch the movie




তুর্কি মুভিগুলো সব সময় অসাধারন হয় !
এ মুভিটিও অসাধারণ গল্পের অসাধারণ নির্মান ৷ তুর্কি কিছু মুভি রয়েছে যা দেখে কাঁদতে বাধ্য, যেমন আয়লা,মাই ফাদার মাই সন, মোযেযা ১ও২, আরো অনেক মুভি ৷
এ মুভিটিও আমাকে কাঁদিয়েছে ,
মেমোর একমাত্র মেয়ে ওভা, মেমোর দাদী ফাতেমার কাছেই লালিত পালিত হয়েছে ওভা, মেমো সহজ সরল নির্বুদ্ধিমান, বাচ্চারা সহ সবাই মেমোকে পাগল বলে ক্ষেপায় ৷ মেমো নির্বুবুদ্ধি সহজ সরল হলেও পিতা হিসেবে সে খুব দায়িত্ববান!
একদিন তার মেয়ে ওভা একটি স্কুল ব্যাগ পছন্দ করে, কিন্তু সেদিন তার কাছে টাকা ছিলো না বলে কিনে দিতে পারে নি ৷
পরের দিন সে অ্যাপেল ক্যান্ডি বিক্রি করে ৪০০ টাকা নিয়ে দোকানে যায় ওভার জন্য ব্যাগ কিনতে ! কিন্তু গিয়ে দেখে ল্যাফটেন্যান্ট তার মেয়ে সেদার জন্য ওভার পছন্দ করা ব্যাগ কিনে নিয়েছেন ৷ মেমো ৪০০ টাকা দিয়ে ল্যাফটেন্যান্ট কে বলে আমাকে ব্যাগটি দিয়ে দিন ৷ এ কথা বলার পর পাগল বলে ল্যাফটেন্যান্ট মারেন মেমোকে ৷
নির্দোষ মেমো আজ বন্দী কারাগারের ৭ নং সেলে ,
সে সেলে আরো বন্ধী রয়েছে আলী, ইউসুফ আঘা, হাফিজ, সেলিমসহ আরো অনেকে, প্রথম দিন মুখ বেঁধে সবাই মিলে খুব মারে মেমোকে ৷ বেচারা সহজ সরল মেমো আহ ৷ পরিশেষে সেলের সবার মন জয় করে সে এখন সবার প্রিয় বন্ধু ৷
মানুষ মানুষের জন্য ৷
অলৌকিক কান্ড ঘটান জেল সুপার ও কমান্ডার ফারুক ও জেল বন্ধী ইউসুফ আঘা! অবিশ্বাষ্য কান্ড! মানুষ মানুষের জন্য কি করতে পারে ইউসুফ আঘা তা প্রমাণ করে দিলেন ৷
ক্ষমতাশীল হলে যে অমানুষ হয়ে যায় মানুষ ,তা এ মুভিতে দেখানো হয়েছে ৷
একজন সহজ সরল নিরবুদ্ধি মানুষের সাথে কেন এত শত্রুতা জনাব লেফটেন্যান্টের?
এ মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে বাবা মেয়ের ভালোবাসার চিত্র, সেই সাথে ফুটে উঠেছে মানুষ মানুষের বিপদে কি করতে পারে

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.