ভ্যালি অফ দ্যা ওল্ভস প্যালেসতাইন
click the button to watch the movie
![]() |
তুর্কির তিনজন সাহসী যুবকের গল্প নিয়ে নির্মিত এ মুভিটি,
তুর্কি থেকে তিনজনের টিম এসেছ ফিলিস্তিনে, ফিলিস্তিনের আব্দুল্লাহ্ তাদের সাথী, সে তার নিজের বাসায় তাদের যায়গা দিয়েছে, তুর্কি টিমের টার্গেট হলো ইসরাইয়েলের মোসি ও আভি গডফাদার কে হত্যা করা, মোসি হলো সন্ত্রাসের ত্রাস সে গনহত্যা চালায় ফিলিস্তিনি মজলুম মানুষের উপরে, আর আভি হলো চক্রান্তকারী বুড়া ৷ এদের দুজনকে শেষ করা মানে ইসরাইয়েলের বড় দুইটি শক্তি শেষ করা, ,
অনেক ত্যাগ তিতিক্ষার পরে অবশেষে তুর্কি টীম সফল হয় তাদের হত্যা করতে,
দুই গড ফাদার কে হত্যার মাধ্যেমে শেষ হয় মুভিটি!
এ মুভিতে দেখতে পারবেন ফিলিস্তিনিরা কত মজলুম কত নিপিরীত, কিন্তু তারা সাহস নিয়ে যা যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করে কখনো পিছপা হয় না,
তারা দেশের জন্য নিজের পরিবারকে উৎসর্গ করে দেয়… ৷
আরো দেখবেন ইহুদিরা কেমন নীল নকশা করে ফিলিস্তিন ধ্বংশ করার জন্য ৷


